নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সাংবাদিক মহল সদর দক্ষিণ থানায় দীর্ঘ সময় ধরে কর্মরত কিছু পুলিশ সদস্যের বদলির দাবি জানিয়েছেন। সাংবাদিকদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক করতে এবং জনবিশ্বাস সুদৃঢ় করতে, এক বছরের বেশি সময় ধরে একই থানায় থাকা পুলিশ সদস্যদের বদলি করলে তা ইতিবাচক ফল বয়ে আনবে।
সাংবাদিকদের বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যে সদর দক্ষিণ থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। তবে এখনও দীর্ঘ সময় ধরে কর্মরত কিছু সদস্য রয়েছেন, যাদের বাকি থানাগুলোতে রোটেশন পদ্ধতিতে বদলির দাবি জানিয়েছেন তাঁরা।
সাংবাদিক মহলের দাবি—মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং অপরাধ দমনে নিরপেক্ষতা নিশ্চিত করতে সময়মতো জনবল রোটেশন জরুরি। তাদের মতে, দীর্ঘদিন একই স্থানে দায়িত্ব পালন করলে স্থানীয় অপরাধচক্রের সঙ্গে অবাঞ্ছিত যোগাযোগ বা প্রভাবের সম্ভাবনা তৈরি হতে পারে, যা জনস্বার্থ ও আইনপ্রয়োগের স্বচ্ছতার জন্য অনুকূল নয়।
সাংবাদিকরা আরও জানান, মাদকবিরোধী অভিযান ও যুব সমাজকে রক্ষার স্বার্থে জেলা পুলিশের ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকা উচিত। তারা বলেন, একটি পরিবারে একজন নেশাগ্রস্ত ব্যক্তি থাকলে যেমন পুরো পরিবারকে ভুগতে হয়, তেমনি সমাজে মাদকের বিস্তার হলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই সদর দক্ষিণ থানায় সততা ও শৃঙ্খলা নিশ্চিত করতে দ্রুত বদলি কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান তারা।
সাংবাদিক মহলের বক্তব্য:
> “মাদকের বিরুদ্ধে জাতীয় আন্দোলনকে সফল করতে এবং পুলিশের সুনাম রক্ষায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। সদর দক্ষিণ থানায় দীর্ঘদিন কর্মরতদের বদলি করলে আইনশৃঙ্খলা আরও মজবুত হবে।”
মানবাধিকার ও সুশীল সমাজের সদস্যরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন।




