নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন ও ন্যায়বিচার বঞ্চনার প্রতিবাদে ২ নভেম্বর পালিত হলো ‘আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস ২০২৫’। এ উপলক্ষে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা এক সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করে।
কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক।
বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, হয়রানি ও হত্যার ঘটনায় যথাযথ তদন্ত হয় না, ফলে অপরাধীরা শাস্তি থেকে রেহাই পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। দেশের আলোচিত সাগর–রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রতা এর সবচেয়ে বড় উদাহরণ বলে উল্লেখ করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, অনেক ক্ষেত্রে হামলাকারীদের পেছনে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবশালী ব্যক্তিরা থাকায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলে মত দেন বক্তারা।
বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন
নীতিশ সাহা, সম্পাদক, দৈনিক শিরোনাম
মো. রফিকুল ইসলাম, প্রধান সম্পাদক, দৈনিক বাংলার আলোড়ন
জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেসক্লাব ও রিপোর্টার, দৈনিক মানবজমিন
সাইয়িদ মাহামুদ পারভেজ, দৈনিক আমাদের সময়
সাদিক মামুন, স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব
বাহার রায়হান, সময় টিভি
ইমতিয়াজ আহমেদ জিতু, সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা
জসিম উদিবদন চাষী, সম্পাদক, দৈনিক সমাজকণ্ঠ
এম ফিরোজ মিয়া, সম্পাদক, দৈনিক ভোরের সূর্যদয়
মাহাবুবুর রহমান, সম্পাদক, সাপ্তাহিক চলন
রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ব্যুরো প্রধান, যমুনা টিভি
মোঃ শহীদুল্লাহ, প্রবীণ সাংবাদিক
খালেদ সাইফুল্লাহ, ব্যুরো প্রধান, এখন টিভি
মোতাহের হোসেন মাহাবুব, প্রধান প্রতিবেদক, দৈনিক শিরোনাম
এম হাসান, প্রতিনিধি, দৈনিক আমার দেশ
জানে আলম দুলাল, প্রতিনিধি, ভোরের কাগজ
জুয়েল রানা মজুমদার, সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা
ডাঃ আবদুল আউয়াল সরকার, লেখক ও কলামিস্ট
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।
সন্মাননা প্রদান
গত এক বছরে হামলা, মামলা ও নির্যাতনের শিকার ১০ জন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।




